Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ই-ফয়ার লাইসেন্স

ই-ফয়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্স (অগ্নি-দুঘর্টনা প্রতিরোধমূলক পরামর্শ সেবা) পাবার উপায়ঃ

কাগজপত্রঃ

১। নির্ধারিত ফরমে আবেদন;

২। তথ্য ফরম;

৩। নকশা (ফ্লোর প্লান);

৪। জমির দলিল/ ভাড়ার চুক্তিপত্র;

৫। জমির মূল্যায়ন;

৬। ট্রেড লাইসেন্স;

৭। মেমোরেন্ডাম অব আর্টিকেলস;

প্রাপ্তির স্থানঃ 

১. ওয়ান স্টপ সার্ভিস সেন্টার;

২. অধিদপ্তরের ওয়েবসাইট;

ফায়ার রিপোর্ট্ পাবার উপায়ঃ

ক) ম্যানুয়েল চালান পদ্ধতিঃ 

ক) বীমাকৃত প্রতিষ্ঠানের ফায়ার রিপোর্ট গ্রহণের ক্ষেত্রে : তদন্ত প্রতিবেদনের আলোকে নিরুপিত ক্ষয়ক্ষতির 0.1% এবং ন্যূনতম 5,000/- টাকা।

খ) বীমাহীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে 1000/- টাকা।

গ) অগ্নিকান্ডের পুনঃতদন্তের আবেদন করার জন্য ইতোমধ্যে নিরুপিত ক্ষয়ক্ষতির 0.1% হারে ফি জমা সাপেক্ষে আবেদন করতে হবে।

১৫% ভ্যাট যোগ করতে হবে) কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯ তে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে;

খ) অনলাইন চালান পদ্ধতিঃ 

অনলাইন কোড নং-১৪২২৩২৭, ভ্যাট কোড নং-১১৪১১০১ তে মোবাইল ব্যাংককিং, ই-ব্যাংককিং এর মাধ্যমে ফি এবং ভ্যাট প্রদান করতে হবে;

গ) মূল চালান/অনলাইন চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;

১. ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান কর্তৃক প্রাতিষ্ঠানিক প্যাডে লিখিত আবেদন ও তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে;


কাগজপত্রঃ

১. আবেদন ০১টি;

২. তথ্য ফরম;

৩. জমির দলিল/চুক্তি পত্র;

৪. ট্রেড লাইসেন্স;

৫. জিডির কপি;

৬. ক্ষতিগ্রস্থ মালামালের মূল্যসহ তালিকা;

৭. ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র;

৮. পেপার কাটিং;

প্রাপ্তির স্থানঃ

উপপরিচালক/সহকারী পরিচালক/ উপসহকারী পরিচালক এর কার্যালয়;


বীমাবিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে 1000/-(এক হাজার) ও ৫০০০/-(পাঁচ হাজার) টাকা কোড নং: ১৪২২৩২৭ এবং 15% ভ্যাট কোড নং-১১৪১১০১ তে মোবাইল ব্যাংককিং, ই-ব্যাংককিং এর মাধ্যমে ফি এবং ভ্যাট প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;

পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে;